রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া আরবি এবং বাংলা উচ্চারণ 2023
হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমাদের EducationShopBD.Com সাইটে স্বাগতম।
আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমরাও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক অনেক অনেক ভালো আছি।
আরো পড়ুনঃ- কোরবানির ঈদ কত তারিখে হবে | Ramadan Eid 2023 | কোরবানীর ঈদ কত তারিখে 2023
রমজান মাস হলো রহমতের মাস এই মাসে রোজা রেখে মহান আল্লাহতালার কাছে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি চাইলে এই রমজান মাসে মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে আপনার সমস্ত গুনাহ মাফ করে নিতে পারেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল তবুও তার গুনাহ মাফ করাতে পারল না তার মত হতভাগা আর হয় না।
আরো জানুনঃ- আজকের সেহরি ও ইফতারের সময়সূচি 2023 | রমজানের সময় সূচি 2023 pdf
আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রোজার নিয়ত আরবিতে,রোজা রাখার নিয়ত,রোজার নিয়ত আরবি,রোজার নিয়ত,রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা এই বিষয়গুলো লিখে সার্চ দিয়ে খুঁজে পান না যারা যারা এই বিষয়গুলো লিখে খুঁজে পান না তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট আশা করি আপনাদের উপকার হবে।
আরো পড়ুনঃ- বেতের নামাজের নিয়ম নিয়ত দোয়া কত রাকাত কিভাবে পড়তে হয় আরবী বাংলা উচ্চারণ 2023
প্রিয় পাঠক প্রিয় ভাই ও বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা,রোজা রাখার নিয়ত আরবিতে,রোজা রাখার নিয়ত বাংলায়,রোজা রাখার নিয়ত বাংলা উচ্চারণ,ইফতারের দোয়া আরবিতে,ইফতারের দোয়া বাংলা,রোজা রাখার নিয়ত বাংলায়,রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা ধন্যবাদ।
রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ | রোজা রাখার নিয়ত কি
রোজা রাখতে হলে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। তবে নিয়ত করতে হবে তার মানে এই নয় যে আপনাকে আরবীতেই নিয়ত করতে হবে আপনি চাইলে বাংলাতেই নিয়ত করতে পারেন। যদি আরবীতে নিয়ত করতে পারেন তাহলে ভাল আর যদি না পারেন তাহলে বাংলাতে নিয়ত করলেও কোন প্রকার সমস্যা নাই ধন্যবাদ।
রোজার নিয়ত করা কি ফরজ | রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
আমরা যারা যারা আরবি উচ্চারণ বা আরবি পড়তে পারি তাদের জন্য অবশ্যই আরবীতে নিয়ত করাই ভালো। রোজার নিয়ত করা সুন্নত।আপনি চাইলে সেই নিয়ত বাংলাতেও করতে পারেন কোন সমস্যা হবে না। অনেকের প্রশ্ন হল রোজার নিয়ত করা কি ফরজ?তাদেরকে বলব আজকের প্রশ্নের উত্তর হলো না রোজার নিয়ত করা ফরজ না রোজার নিয়ত করা হলো সুন্নত ধন্যবাদ সবাইকে।
রোজা রাখার নিয়ত আরবিতে | রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
রমজান মাস হল সিয়াম সাধনার মাস মহান আল্লাহতায়ালা বারো মাসে এক বছর করেছেন এবং তার ভিতরে 11 মাস হল একরকম আর একমাস যেটা হলো পবিত্র মাহে রমজান মাস এই মাস টা হল সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাস হল রমযান তো আপনারা রমজান মাসের যদি রোজা থাকেন তাহলে অবশ্যই যদি সম্ভব হয় রোজার নিয়ত আরবীতে করার চেষ্টা করবেন।
রোজা রাখার আরবি নিয়ত | রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
আপনাদের জন্য রোজার নিয়ত আরবি নিচে শেয়ার করা হলো। সেখান থেকে দেখে দেখে আপনারা খুব সহজে পড়া মুখস্থ করতে পারবেন আর যদি মুখস্থ করতে না পারেন তাহলে এখান থেকে দেখে দেখে বলে রোজার নিয়ত করে ফেলতে পারবেন।
- نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজা রাখার নিয়ত বাংলা উচ্চারণ
আপনাকে রোজা রাখার জন্য অবশ্যই নিয়ত করতে হবে কিন্তু সেটা ম্যাটার নয় যে আপনি এই নিয়ত আরবীতে করতেছেন কি বাংলাতে করছেন আপনি চাইলে বাংলাতেও করতে পারেন আপনি যদি সম্ভব হয় আরবিতে করা ভালো যদি না পারেন সে ক্ষেত্রে বাংলাতেও কোন সমস্যা নেই ধন্যবাদ।
- নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।
ইফতারের দোয়া আরবিতে
সারাদিন রোজা থেকে সন্ধ্যার সময় যে ইফতার করা হয় তখন যদি আমরা ইফতারের আগে একটি দোয়া করে নিতে পারি তাহলে খুবই ভালো হয়। আপনি চাইলে আমাদের এখান থেকে ইফতারের দোয়া আরবিতে আপনি মুখস্থ করে নিতে পারেন।নিচে আপনার জন্য ইফতারের দোয়া শেয়ার করা হলো।
- اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
আপনি যদি আর রিপোর্টের না পারেন বা আরবি বুঝতে আপনার কোন সমস্যা হয় আপনি সে ক্ষেত্রে ইফতারের দোয়া বাংলা তে পড়তে পারবেন। আপনাদের জন্য ইফতারের দোয়া বাংলা উচ্চারণ শেয়ার করা হলো।
- আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
Tags: রোজার নিয়ত আরবিতে,রোজা রাখার নিয়ত,রোজার নিয়ত আরবি,রোজার নিয়ত,রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা,রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া আরবি এবং বাংলা উচ্চারণ 2023.