নবম দশম শ্রেণির বাংলা ২য় পত্র বহুনির্বাচনি নৈব্যত্তিক MCQ উত্তরমালা সমাধান ২০২৩ | এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি/MCQ

নবম দশম শ্রেণির বাংলা ২য় পত্র বহুনির্বাচনি নৈব্যত্তিক MCQ উত্তরমালা সমাধান ২০২২,এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি/MCQ ফাইনাল সাজেশন ,বাংলা ২য় পত্র প্রশ্ন ২০২২,বাংলা ২য় পত্র নৈর্ব্যক্তিক ২০২২,বাংলা ২য় পত্র mcq pdf,ssc bangla 2nd paper suggestion (pdf) 2022

নবম দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি নৈবত্তিক MCQ উত্তরমালা সমাধানের জন্য আপনারা যারা আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে আপনারা অনেক খোঁজাখুঁজি করে থাকেন এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি MCQ এর জন্য। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। নিচে আপনাদের জন্য শেয়ার করা হলো।

প্রিয় এসএসসি পরীক্ষার্থী ছোট বড় ভাই এবং বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি অনেক ভাল আছেন, মহান আল্লাহতালার অশেষ কৃপায় আমরা এবং আমাদের এই ওয়েবসাইটের সমস্ত অ্যাডমিন রা অনেক ভালো আছে।

    এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি/MCQ ফাইনাল সাজেশন 

    আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও দোয়া রইল। আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনারা এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি mcq ফাইনাল সাজেশন পাবেন। বাংলা দ্বিতীয় পত্র ছাড়াও আপনি বিভিন্ন সাবজেক্ট এর ফাইনাল সাজেশন আমাদের এই ওয়েবসাইটে পাবেন। আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন। তাহলে আপনি খুব সহজে আপনার ইচ্ছামত আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে যে কোন আর্টিকেল ব্যবহার করতে পারবেন বা করতে পারবেন।

    ssc bangla 2nd paper suggestion (pdf) 2023

    সমাস
    ২১. সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে?

     ক. রূপক খ. মধ্যপদলোপী 

     গ. উপমিত ঘ. উপমান

    ২২. সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় সমাস বলে?

     ক. সাধারণ কর্মধারয় 

     খ. রূপক কর্মধারয়

     গ. উপমিত কর্মধারয় 

     ঘ. উপমান কর্মধারয়

    ২৩. ‘মুখচন্দ্র’ - এর ব্যাসবাক্য কোনটি?

     ক. মুখ চন্দ্রের ন্যায় 

     খ. চন্দ্র মুখের ন্যায়

     গ. চন্দ্রের ন্যায় মুখ 

     ঘ. মুখের ন্যায় চন্দ্র

    বাংলা ২য় পত্র নৈর্ব্যক্তিক ২০২৩


    ২৪. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

     ক. চন্দ্রের ন্যায় মুখ 

     খ. চন্দ্ররূপ মুখ

     গ. মুখ চন্দ্রের ন্যায় 

     ঘ. মুখ ও চন্দ্র

    ২৫. ‘মনমাঝি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

     ক. মন যে মাঝি খ. মন মাঝির ন্যায়

     গ. মনরূপ মাঝি ঘ. মন ও মাঝি

    ২৬. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

     ক. পূর্বপদ খ. পরপদ 

     গ. অন্য পদ ঘ. উভয় পদ

    ২৭. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?

     ক. অব্যয়ীভাব খ. তৎপুরুষ

     গ. কর্মধারয় ঘ. দ্বিগু

    ২৮. ‘চিরসুখী’ - এর ব্যাসবাক্য কোনটি?

     ক. চিরকালব্যাপী সুখী 

     খ. চিরকালব্যাপী সুখ

     গ. চিরদিনের জন্য সুখী 

     ঘ. চিরদিন ধরে সুখী

    ২৯. ‘রাজপথ’ - এর ব্যাসবাক্য কোনটি?

     ক. রাজার পথ খ. রাজা নির্মিত পথ

     গ. রাজাদের পথ ঘ. পথের রাজা

    ৩০. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ প্রভৃতি কোন সমাসে আছে?

     ক. পঞ্চমী তৎপুরুষ 

     খ. ষষ্ঠী তৎপুরুষ

     গ. তৃতীয়া তৎপুরুষ

     ঘ. অলুক তৎপুরুষ

    সঠিক উত্তর

    সমাস: ২১.ঘ ২২.ঘ ২৩.ক ২৪.ক ২৫.গ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.খ

    বাংলা ২য় পত্র mcq pdf

    সন্ধি
    ১১. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

     ক. শুভ + অচ্ছা খ. শুভ + এচ্ছা

     গ. শুভ + ইচ্ছা ঘ. শুভে + ইচ্ছা

    ১২. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. শীত + ঋত খ. শীত + আর্ত

     গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত

    ১৩. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. মত + এক খ. মত + ঐক্য

     গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্যঃ

    ১৪. ‘রবীন্দ্র’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. রব + ইন্দ্র খ. রবী + ইন্দ্র

     গ. রবি + ইন্দ্র ঘ. রবি + ঈন্দ্র

    ১৫. ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. প্রত্য + উষ খ. প্রত্য + ঊষ

     গ. প্রতি + উষ ঘ. প্রতি + ঊষ

    বাংলা ২য় পত্র প্রশ্ন ২০২৩

    ১৬. ‘অন্বেষণ’- এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. অন্ব + এষণ খ. অনু + এষণ

     গ. অন্ব + ষণ ঘ. অনু + ষণ

    ১৭. ‘গায়ক’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. গা + অক খ. গৈ + অক

     গ. গায় + ক ঘ. গা + য়ক

    ১৮. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. গব + এষণা খ. গো + এষণা

     গ. গো + ষণা ঘ. গ + বেষণা

    ১৯. ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. না + ই খ. নো + ইক

     গ. না + বিক ঘ. নৌ + ইক

    ২০. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?

     ক. স্বরসন্ধি 

     খ. ব্যঞ্জনসন্ধি

     গ. বিসর্গ সন্ধি 

     ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

    সঠিক উত্তর

     সন্ধি: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.খ

    আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সমস্ত কিছু আমাদের এই পোস্ট থেকে নবম দশম শ্রেণির বাংলা ২য় পত্র বহুনির্বাচনি নৈব্যত্তিক MCQ উত্তরমালা সমাধান ২০২৩,এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি/MCQ ফাইনাল সাজেশন ,বাংলা ২য় পত্র প্রশ্ন ২০২৩পেয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ ফলো করার জন্য। আমাদের এই পোষ্টের সমস্তকিছু অনলাইন থেকে সংগ্রহ করা।
    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url